আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ লাকি ওয়ার্কিং প্লেস : ডিসি রাব্বী মিয়া

 

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ যেদিন আমার দ্বারা একজনের অধিকার অন্যজনের কাছে চলে যায় আল্লাহ যেন সেদিনই আমাকে পৃথিবী থেকে নিয়ে যায়। আমি শুধু এটুকু বলবো পেশাগত কারণে আইনজীবারা মামলা নিবেন, কিন্তু বিচার যেন সঠিক ভাবে হয়। কারণ যে যেই ধর্মই বিশ্বাস করি না কেন মৃত্যুর পরে সকলকেই এই রকম বিচারের সামনেই সম্মুখিন হতে হবে। তাই মানুষ হিসেবে একটাই অনুরোধ বিবেক অনুযায়ী জাজমেন্টটা যেন সঠিকভাবে হয়। আপনাদের প্রতি আমার আরেকটি অনুরোধ রাজনৈতিকভাবে যে যেই দল করুন না কেন প্রত্যেকের মাঝে যেন ব্যক্তিগত সম্পর্কটি সুন্দর থাকে।’

তিনি আরো বলেন, ’পেশাগত জীবনে আমার লাকি ওয়ার্কিং প্লেস হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ বাংলাদেশের রাজনৈতিক সম্প্রীতি ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। তাই নারায়ণগঞ্জের স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের জেলা প্রশাসক কনফারেন্স রুম এমনভাবে সমুন্নত করা হচ্ছে যেন আপানার বলতে পারেন যেন বাংলাদেশের অন্যতম জেলা প্রশাসকের কনফারেন্স রুম।’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী, আইনজীবী সন্তানদের জিপিএ-৫ প্রাপ্ত, আইন পেশায় ২৫ বছর পূর্তি, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহ সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতার, বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মোঃ আমজাদ হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহম্মেদ প্রমুখ।