আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটিকে নিয়ে মির্জা ফখরুলের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটিকে নিয়ে বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি বলেন , রাঙ্গা গণতন্ত্রকে অপমান করেছেন, তার ক্ষমা চাওয়া উচিত।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দল থেকে কোনো নেতাকর্মী চলে যাচ্ছেন না বরং আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার পরিবেশ তৈরি হয়েছে। আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে বলেও মন্তব্য করেন তিনি।