নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এডভোকেট আবুল কালামকে সভাপতি এবং এটি এম কামালকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বুধবার অনুমোদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমিটিতে এডভোকেট তৈমুর আলম খন্দকারকে ১ নম্বর উপদেস্টাসহ ১৮জন উপদেষ্টা ১৫ জন সহসভাপতি ৮জনকে যুগ্মসম্পাদক ৩ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। কমিটি আগামী ৪৫ দিনে থানা ও ওয়ার্ড কমিটি গঠন করবেন।
সেক্রেটারি এটিএম কামাল একটি সংবাদ মাধ্যমকে জানান, বিএনপির মহাসচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পুর্ণাঙ্গ কমিটি বুধবার অনুমোদন করেছেন। কমিটি আরো নতুন উদ্যমে দলীয় কর্মসূচি পালন করবে।
সাংগঠনিক সম্পাদক তিনজন হলেন আবদুস সবুর খান সেন্টু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু ও আবু আল ইউসুফ খান টিপুর নাম ছিল। সেখান থেকে সবুর খান সেন্টুকে যুগ্ম সম্পাদক করে কালাম পুত্র আবুল কাউসার আশাকে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়তে পারেন