আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফয়সল পরাগ ও আফজাল হোসেন পন্টির পিতা বিশিষ্ট কবি আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

রবিবার সন্ধায় ঢাকার একটি হাসপাতালে করোনা জনিত চিকিৎসাধীন থাকাকালীন রিপোর্ট নেগেটিভ আসার পর শারিরীক বিভিন্ন সমস্যার কারণে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বৎসর। তিনি স্ত্রী, দুই পুত্র ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য মরহুম কবি আমজাদ হোসেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিকেএমইএর সাবেক সভাপতি এবং প্লামিং ফ্যাশনস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক-এর ভগ্নিপতি ছিলেন।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।