নিজস্ব প্রতিনিধি: শনিবার সন্ধা ৬ টায় কালির বাজার ইয়াজউদ্দিন প্লাজার চতুর্থ তলায়, নারায়ণগঞ্জ নাট্য শিল্পী সমিতির অস্থায়ী কার্যালয়ে যেন তারার মেলা বসেছিল। নারায়ণগঞ্জ নাট্য মঞ্চের চেনা জানা নাট্য পরিচালক, নাট্য শিল্পীরা প্রায় এক যুগ পর একত্রিত হয়ে অনেকেই আবেগ তারিত হয়ে পরে, একে অন্যের সাথে কুশল বিনিময় করতে গিয়ে পুরানো স্মৃতি গুলি নিয়ে আলাপ চারিতায় মেতে উঠে। বলতে গেলে নাট্য শিল্পীদের মিলন মেলায় পরিনত হয় ইয়াজউদ্দিন প্লাজা। ফজলুল হক পলাশের সভাপতিত্বে প্রথমে বক্তব্য রাখতে গিয়ে সমিতির আহ্বায়ক এস এম ইকবাল রুমী, প্রয়াত সকল শিল্পীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করার জন্য আহ্বান জানান।
উপস্থিত সকলেই এক মিনিট নিরবতা পালন করার পর এস এম ইকবাল রুমী বক্তব্য রাখতে গিয়ে কেন নাট্য শিল্পী সমিতির প্রয়োজন এবং কেন ফজলুল হক পলাশকে সভাপতি মোসলেউদ্দিন জীবনকে সাধারণ সম্পাদক ও শ্যামলকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো সকলকে অবগত করেন। এবং উপদেষ্টা কমিটি, কার্যকরী পূর্নাঙ্গ কমিটি করার ঘোষণা দেওয়ার প্রস্তাব দিলে উপস্থিত সকলে ঐক্যমত পোষন করেন। সকলের মতামতের ভিত্তিতে ২০১৯ ও ২০২০ সালের জন্য পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি ফজলুল হক পলাশ, সিনিয়র সহ-সভাপতি আশরাফ রানা, সহ সভাপতি মোঃ হোসেন, মোঃ শাজাহান ও গোবিন্দ্র চন্দ্র সাহা। সাধারণ- সম্পাদক মোসলেউদ্দিন জীবন, যুগ্ম-সম্পাদক মনির হোসেন নিমাই ও সহ সাধারন সম্পাদক বদরউদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইরফান শ্যামল ও সহ সাংগঠনিক সম্পাদক আঃ জলিল, অর্থ সম্পাদক ও আর লিটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ইরান, সহ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক তোফাজ্জল হোসেন, সমাজ কল্যান সম্পাদক শাহ্ আলম ভূইয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাদা দেওয়ান, মহিলা সম্পাদিকা মিথিলা আক্তার রুমা, সহ-মহিলা সম্পাদিকা রোমানা হক সাথী, দপ্তর সম্পাদক এস এম রাসেল, প্রচার সম্পাদক প্রিন্স আনোয়ার সহ-প্রচার সম্পাদক শাহাবুদ্দিন প্রধান, কার্যকরী সদস্য বাবু বিশ্বনাথ বিশ্বাস, হুমায়ুন কবির, এস এম ইকবাল রুমী, ওয়হিদ মুরাদ, সেলিম খন্দকার খোকা, ইউসুফ মোল্লা, শফিউল আলম রেজা, সন্তোষ কুমার, মোঃ কবির প্রধান, এম আর হায়দার রানা, ওবায়দুল্লা, শফিকুর রহমান খোকন, আশরাফুল ইসলাম, জুয়েল চৌধুরী, আক্তার হোসেন, আঃ কাদির ও স্মৃতি মণি।
উপদেষ্টা মন্ডলীর সদস্য: প্রধান উপদেষ্ঠা হাসান ফেরদৌস জুয়েল, উপদেষ্ঠা দৈনিক সচেতন পত্রিকার সম্পাদক কাজী ইসলাম মিয়া, বজলুর রহমান বাদল, খোরশেদ আলম খসরু, বাহাউদ্দিন ভুলু, মীর আনোয়ার হোসেন, মোঃ মঞ্জুর হোসেন, মোঃ ইব্রাহীম ইবু, হাবিবুর রহমান হাবিব, হাজী মোঃ নুরুল ইসলাম, মোঃ নুর হোসেন ও মামুনুর রশিদ সুমন।
কার্যকরী কমিটি আগামী ৫ নভেম্বর এর মধ্যে পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান করবে এবং পরিচিতি সভার দিন সকল সদস্যকে পরিচয় পত্র দেওয়া হবে। অদ্য পর্যন্ত একশত চৌদ্দজন সদস্য অন্তরভোক্ত হয়েছে, এখনো যারা সদস্য হইতে ইচ্ছুক আগামী ৩০শে অক্টোবরের মধ্যে সদস্য হইতে পারিবে, তবে সদস্য হইতে হইলে অবশ্যই তিনটি নাটকে অভিনয় করেছে, একমাত্র তারাই সদস্য পদ পাইবে। ৩০ শে অক্টোবরের পর আর সদস্য নেওয়া হবে না বলে নব গঠিত কার্যকরী কমিটি সিদ্ধান্ত গ্রহন করেছে এবং ইতিমধ্যে যারা সমিতির সদস্য হয়েছে সকলকে পরিচয়পত্র নেওয়ার জন্য সমিতির অর্থ সম্পাদক ওআর লিটনের কাছে এক কপি স্টাম সাইজের ছবি জরুরী ভিত্তিতে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইলো।