আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা সমিতিকে দল মতের উর্ধ্বে রাখতে হবে : মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ জেলা সমিতিকে দল মতের উর্ধ্বে রাখার আহবান জানিয়েছেন এই সমিতির সভাপতি নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

তিনি বলেন, প্রত্যেক মানুষ কোন না কোন দল করে । আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোককে সভাপতি বানালে হবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সমিতি । বিএনপির আমলে বিএনপির লোককে সভাপতি বানালে হবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সমিতি। সুতরাং দল মতের উর্ধ্বে রাখতে হবে নারায়ণগঞ্জ জেলা সমিতি কে। এই সমিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দলের লোককে রাখতে হবে।

শনিবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ক আলোচনা সভায় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন।

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে মন্ত্রী বলেন, আমি কোন দলের না। উন্নয়নের ক্ষেত্রে আমার কাছে সকল দলের লোক সমান। আকরাম ভাই এখন অন্য দল করে তার সাথে আমার  সম্পর্ক কমেনি। উনিকে আমি গুরু মনে করি। নারায়ণগঞ্জ জেলাকে এগিয়ে নিতে হলে সবাইকে দল মতের উর্ধ্বে থেকে কাজ করতে হবে। আমাদের মধ্য থেকে প্রতিহিংসা দূর করতে হবে। এখন নারায়ণগঞ্জে মন্ত্রী হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা আমাকে মন্ত্রী বানিয়েছে।  আমাদের নারায়ণগঞ্জের বিভিন্ন বিষয়ে নিয়ে মন্ত্রিসভায় কথা বলার সুযোগ হয়েছে। আমি আজ মন্ত্রী আছি কাল নাও থাকতে পারি আমার পরে যাতে নারায়ণগঞ্জ থেকে আরো পূর্ণমন্ত্রী হয় সেই বিষয়টা মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, আমার সাথে কারো দ্বন্দ্ব নেই। আমি নারায়ণগঞ্জ জেলা সমিতিকে মতিঝিলে অফিস দিয়েছিলাম সেখানে অনেকে বসতে রাজি হয় নাই। পূর্বাচলে প্লটের ব্যবস্থা করেছিলাম সেখানে কেউ যায় নাই তাই প্লট পাওয়া হয় নাই। তার জন্য দায়ি তখনকার সভাপতি।

তিনি বলেন , গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করে নারায়ণগঞ্জ জেলা সমিতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওয়াল্ড ব্যাংক বলেছে ঢাকাকে নগরায়ন করতে হলে পূর্ব দিকে যেতে হবে। সেই পূর্ব দিকটা নারায়ণগঞ্জ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও সাবেক সেনাপ্রধান সফিউল্লাহ বীর উত্তম, সাবেক এমপি এসএম আকরাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নারায়ণঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ।