আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের ৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের ৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের ৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের ৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

খালেদা জিয়াকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো পতাকা মিছিলে অংশ নিতে গিয়ে ঢাকার নয়াপল্টন থেকে নারায়গঞ্জ জেলা ও মহানগরের মহিলা দলের ৬ নেতা কে  গ্রেফতার করায় হয়।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা সিএমএম আদালতে মহিলা দলের নেত্রীদের জামিনের শুনানি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এর আগে শনিবার গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের আহবায়ক রাশিদা জামাল, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের প্রথম যুগ্ম আহবায়ক রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক ঢলি বেগম, মহিলা দল নেত্রী লায়ন কাজী ফাউজিয়া আক্তার পপি, মরিয়ম আক্তার, রুমি আক্তার ও আছমা বেগম।

তৈমুর আলম খন্দকার জানান, নারায়ণগঞ্জ মহিলা দলের নেত্রীদের ছাড়া বিএনপির নয়াপল্টন থেকে গ্রেফতারকৃত সকল নারী নেত্রীদের পক্ষেই আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেছেন। সকলকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়াও দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষেও জামিন শুনানি করেন তৈমূর। তৈমূর ছাড়া ঢাকার আইনজিবীরাও শুনানিতে অংশ নেন।

সর্বশেষ সংবাদ