আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজয় দিবস উদযাপন

সংবাদচর্চা রিপোর্ট: মহান বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন । বুধবার ( ১৬ ডিসেম্বর) সকালে শহরের চাষাঢ়া মোড় বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।

পরে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে সকাল সাডে ৯ টায় “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, পাবলিক প্রসিকিউটর
ওয়াজেদ আলী খোকন, উপপরিচালক ( কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ)
মোঃ ইসহাক, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল হাই, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান, কবি মোঃ জামাল উদ্দিন সবুজ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল প্রমুখ।

সর্বশেষ সংবাদ