আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের তফসিল ঘোষণা

প্রেসবিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ গ্রাজুয়েট্স এসোসিয়েশন (এনজিএ) এর কার্যনির্বাহী পরিষদ ২০২০-২০২২ গঠনকল্পে ১২ইজুন রবিবার কলেজ রোড, গলাচিপায়  প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাছির উদ্দিন মন্টু নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শাহাবউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার ও সচিব এস.এম ইসরাফিল, সংগঠনের সিনিয়র সহ সভাপতি এম.ওয়াই.এম হাশমত উল্লাহ। তফসিলে জানানো হয়েছে ভোটার তালিকা প্রকাশ ২৪ জানুয়ারি  শুক্রবার সকাল ১০টায়, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ ২৪ জানুয়ারি সকাল ১০টা হতে ২৫ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত, বাছাই ২৫ জানুয়ারি, সন্ধ্যা ৬টা, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ২৫ জানুয়ারি রাত ৮টা, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি বিকাল ৩টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ একই দিন বিকাল ৪টায়, নির্বাচন অনুষ্ঠান ১৪ মার্চ ২০২০ খ্রিঃ শনিবার, বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬টা।

সাধারণ সদস্যবৃন্দের প্রত্যেকেই যে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম অধিকার প্রাপ্ত হবেন। কার্যনির্বাহী পরিষদে যথাক্রমে সভাপতি ১জন, সহ সভাপতি ৬ জন,সাধারণ সম্পাদক ১জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, বিভাগীয় সম্পাদক ১১ জন, কার্যনির্বাহী সদস্য ৪ জন সর্বমোট ২৭টি পদে পতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সাধারণ সদস্যবৃন্দের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অন্যান্য পদে দাখিলকৃত বৈধ মনোনয়নপত্রসমূহ হতে উপযুক্ত প্রার্থীকে মনোনীত করে চূড়ান্তভাবে ঘোষণার জন্য যৌথ স্বাক্ষরে প্রধান নির্বাচন কমিশনারের নিকট দাখিল করবেন। অতঃপর নির্বাচন কমিশন কার্যনির্বাহী পরিষদ ২০২০-২০২২ এর চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন মর্মে সিদ্ধান্ত জানানো হয়।

উল্লেখ্য নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রমের বিষয়ে কোন ধরনের মতানৈক্য সৃষ্টি হলে কিংবা  কোনো প্রার্থী কোনো অভিযোগ উত্থাপন করলে তা আপীল বোর্ড চূড়ান্ত নিস্পত্তি করবেন। জাতীয় ক্রীড়া পুরষ্কার (সংগঠক) ২০১১ প্রাপ্ত বিশিষ্ট জাতীয় সংগঠক কে, ইউ, আকসিরকে চেয়ারম্যান করে মুহাম্মদ আইয়্যুব এবং প্রবীর কুমার সাহাকে সদস্য করে ৩ (তিন) সদস্যের আপীল বোর্ড দায়িত্ব রয়েছেন।