আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ কইলেই আতঙ্ক

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ থেকে করোনা ভাইরাস দেশের বিভিন্ন জেলায়  জড়িয়ে পড়েছে। যার ফলে নারায়ণগঞ্জ থেকে যারাই বাড়ি ফিরছে তারাই হুমকি এবং হামলার শিকার হচ্ছে। আতঙ্ক ছড়িয়ে পড়ছে এলাকায়। বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা হচ্ছে নারায়ণগঞ্জ ফেরতদের। নারায়ণগঞ্জে অবস্থানকারীদের সাথে জেলার বাইরে থাকা অনেকেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

এব্যাপারে নারায়ণগঞ্জে কর্মরত সিরাজগঞ্জের এক গার্মেন্টস শ্রমিক সংবাদচর্চাকে বলেন, আগে আমার মামা, বন্ধু, আত্মীয় স্বজন প্রতিদিন ফোন করে বা ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছে। বাড়িতে যাওয়ার কথা বলেছে। এখন আর তারা আমার খোঁজ খবর নেয় না।

এদিকে করোনা ভাইরাসের ভয়ে মানুষ নারায়ণগঞ্জ থেকে রাতের আধারে বাড়ি ফিরে যাচ্ছে । গাড়ি বন্ধ থাকলেও ট্রাক এবং এম্বুলেন্সে করে বাড়ি যাচ্ছে। রবিবার রাত ১ টার দিকে এমন দৃশ্য দেখা যায় রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী বাসস্ট্যান্ডে। ২ জন শ্রমিক বাড়ি যাওয়া জন্য চুপি চুপি স্ট্যান্ডের দিকে এগিয়ে যায়। কোনো গাড়ি না পেয়ে তারা এম্বুলেন্সে চড়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়।  বাড়ি পৌছে নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকরা হামলার শিকার হচ্ছে। সর্বশেষ বরিশালে নারায়ণগঞ্জ ফেরত পোশাক কারখানায় কর্মরত দুই নারী শ্রমিকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। রবিবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জে কর্মরত ওই দুই নারী নিজেদের গ্রামে ফেরেন। এ খবর জানার পর সোমবার (১৩ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার শিহিপাশা গ্রামের ওই দুই নারীর বাড়িতে হামলা চালায় গ্রামবাসী। খবর পেয়ে ইউপির চেয়ারম্যান ঘটনাস্থলে যান। তিনি ওই দুজনের নমুনা সংগ্রহ ও হোম কোয়ারেন্টিনে রাখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।