সরকারি ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নারায়নগঞ্জে ৭টি থানায় মোট ১৩ হাজার ২৮টি দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হচ্ছে । শনিবার (২৮মার্চ) সকাল থেকে ফতুল্লা ইউনিয়ন ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার ঘরে ঘরে গিয়ে সরকারী খাদ্য সামগ্রী সাধারন মানুষের কাছে পৌছে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। দরিদ্র, অসহায় প্রতি পরিবার পাচ্ছে ১০কেজি চাউল, ১কেজি আলু, ১কেজি লবণ ও ১কেজি তেল। প্রতিটি ওয়ার্ডের চেয়ারম্যানরা দিচ্ছেন লিফলেট, হাতে পরা গ্লাভস ,মাস্ক ও জীবাণুমুক্ত স্প্রে।
এছাড়াও করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি মোকাবেলায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে বেশকিছু সেনাসদস্যরা জেলার বিভিন্ন হাটবাজার ও সম্ভাব্য গণজমায়েত স্থলে প্রচারাভিযান করছে।
এদিকে শনিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লুৎফর রহমান, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামানসহ সেনা সদস্যরা ফতুল্লার বিভিন্নস্থানে করোনা প্রতিরোধে প্রচারাভিযান করেছে ।