সংবাদচর্চা ডেস্ক:
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নযন স্লোগানকে সামনে রেখে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
আলোচনায় জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি সমবায়ের গুরুত্ব বুঝেছিলেন। ডিসি আরো বলেন, নারায়ণগঞ্জে অনেক সংগঠন সমবায়ের নামে টাকা মেরে চলে গেছে। এসব আর চলবে না।
২ নভেম্বর (শনিবার) সকালে সার্কিট হাউজ পানামা হলে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি আবুল কাশেম।
আবুল কাশেম তার বক্তব্যে কিছু আইন সংশোধনের উপর জোর দেন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার আখিরুল আমলম। তিনি বলেন, সমবায় একটি আন্দোলন। সমিতির মাধ্যমে মানুষ স্বচ্ছল হতে পরে।

