আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে র‍্যাবের সাথে গুলিবিনিময় নিহত ২

নারায়ণগঞ্জে র‍্যাবের সাথে

নারায়ণগঞ্জে র‍্যাবের সাথে গুলিবিনিময় নিহত ২নারায়ণগঞ্জে র‍্যাবের সাথেসংবাদচর্চা ডট কম:নারায়ণগঞ্জের আলীরটেক এলাকায় র‍্যাবের সাথে নৌ ডাকাত জিল্লু বাহিনীর গুলিবিনিময়। জিল্লুসহ দুই ডাকাত নিহত। বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গুলিবিনিময়ে  দুই র‍্যাব সদস্য আহত হয়েছে। আজ সোমবার ভোর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। sangbad chorcha

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন জানান, ভোর রাতে আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে নৌ-ডাকাত জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত সর্দার জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ডাকাতকে গুরুতর অবস্থায়

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাব-১১ এর ডিএডি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং সৈনিক জামাল আহত হয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ