নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার্থীদেরকে জীবন নষ্ট হয় এমন কর্মকান্ড থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। একই সাথে অসৎ পথে না গিয়ে ছাত্রদের মানুষের মত মানুষ হওয়ার আহবান জানান তিনি।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, মা বাবা কষ্ট করে সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠায়। সে সন্তান খুন হওয়ার কষ্ট সহ্য করার মত নয়। খুন হয়ে যেমন আবরারের মত একজন মেধাবী ছাত্র হারিয়ে গেল। তেমনি এই হত্যার ঘটনায় যারা আটক হয়েছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে হয়ত তাদেরও ফাঁসি হবে বা যাবজ্জীবন জেল হবে। আর এতে তাদের জীবনও নষ্ট হয়ে গেল।
তিনি উপস্থিত ছাত্রদের প্রশ্ন ছুড়ে বলেন, তোমাদের জানতে হবে যারা স্বাধীনতা যুদ্ধের সময় বাবার সামনে মেয়ের, ছেলের সামনে মায়ের, ভাইয়ের সামনে বোনের সম্রম হরণ করেছে তারা কি করে ক্ষমতায় আসে? দেশে আজ অসাধু লোক সাধু সাজার চেষ্টা করছে, দুর্নীতিবাজরা নীতি কথা শোনাচ্ছে। অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করে। জামাতের সাথে আঁতাতাকারীরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি সাজে। দুর্নীতিবাজরা নীতি কথা শোনায়। সুতরাং এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নূরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

