আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সদরে ভেজাল ও নকল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। সোমবার ( ২৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। সোমবার বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানকালে মুদি দোকান, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও খাদ্যদ্রব্য যাচাই করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে ময়লাযুক্ত দ্রব্য বিক্রির ঘটনায় মালিকপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। আগামীতে নিয়মিত নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিদ্যমান অন্যান্য ফৌজদারি ও বিশেষ আইনের অধীনে ভেজালকারীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী বিচারক। ভ্রম্যমাণ আদালতের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে বাজারে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।