আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে প্রথম বিজয়ের পতাকা ওড়ে আড়াইহাজারে


সংবাদচর্চা রিপোর্ট:
আজ ৯ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর হাত থেকে আড়াইহাজার মুক্ত হয়েছিল।নারায়ণগঞ্জ জেলার মধ্যে প্রথম শত্রু মুক্ত হয় আড়াইহাজার থানা। জেলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে আড়াইহাজারে। পাঁচরুখী ব্রিজ, ডহরগাঁও এবং মেঘনা নদী দিয়ে বিভিন্ন স্থানে অপারেশন চালান মুক্তিযোদ্ধারা । মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে এই দিনে (৯ ডিসেম্বর) পাকিস্তানি হানাদার বাহিনী আড়াইহাজার থানা এলাকা ছেড়ে ভুলতা দিয়ে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা থানা সদরের ডাকবাংলোয় অবস্থিত পাকিস্তানি সেনাদের ক্যাম্প দখল করে নেন। সেই সঙ্গে স্বাধীন দেশের লাল-সবুজের পতাকা উড়িয়ে বিজয় উল্লাসে মেতে উঠেছিল এ এলাকার মুক্তিকামী মানুষ। আড়াইহাজার শত্রু মুক্তদিবস উপলক্ষে আজ উপজেলায় নানা কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ