আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে পুলিশের উচ্ছেদ অভিযান

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার হতে নিতাইগঞ্জ পর্যন্ত শহরের রাস্তার উভয় পাশে ফুটপাতে ভ্রাম্যমাণ অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ অভিযান ( অপারেশন Clean Sweep) পরিচালনা করা হয়েছে । নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলমের নিদেশনায় শনিবার ( ১০ অক্টোবর) সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত উচ্ছেন অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল, নারায়ণগঞ্জ) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন। জনসাধারণের হাটা চলার সুবিধার্থে শহরের উক্ত এলাকার রাস্তার উভয় পাশ দখল মুক্ত করা হয়। সদর মডেল থানা ও অন্যান্য অফিসারবৃন্দ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পুলিশ সুপার মো: জায়েদুল আলম জনসাধারণের চলাচলের রাস্তায় জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এ ব্যাপারে নারায়ণগঞ্জবাসী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী সমাজের সহযোগিতা কামনা করেছেন।