নিজস্ব প্রতিবেদক: ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিকল্পনা ইউনিটের সহযোগিতায় এবং জেলা পরিবার পরিকল্পনা অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা,মা ও শিশু এবং পু্িষ্ট সেবা কার্যক্রম বাস্তবায়ন মনিটরিং বিষয়ক কর্মশালা সার্কিট হাউজ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার সভাপতিত্ব ও নারায়ণগঞ্জ পরিবার পকিল্পনার উপ পরিচালক নারায়ণগঞ্জ মোঃ বসির উদ্দিনের ার্বিক সহযোগিতা ও পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ও পরিচালক (পরিবার পরিকল্পনা, ঢাকা বিভাগ) এ কে এম মাহবুবুর রহমান জোয়ার্দ্দার।
উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কাওরান বাজার, ঢাকার আফরোজা সুলতানা, প্রোগ্রাম ম্যানেজার, ফারহানা রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ফিরোজা সরকার, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সৈয়দা তাজনিন ওয়ারিস, সহকারি পরিচালক (সিসি), নারায়ণগঞ্জ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন, প্রদীপ চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর, নারায়ণগঞ্জ।
মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং পু্িষ্ট সেবা কার্যক্রম বাস্তবায়ন মনিটরিং বিষয়ক কর্মশালায় উপজেলা কর্মকর্তাগন স্ব স্ব উপজেরার বিগত ০১ বৎসরের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন বিশেষ অতিথির বক্তব্যে এ কে এম মাহবুবুর রহমান জোয়ার্দ্দার বলেন, সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে অবস্থান, উপস্থিতি ও সেবা নিশ্চিতকরণ এবং কর্মকর্তাদের সেবা পদ্ধতি আধুনিকায়নের মাধ্যমে সেবার মান বিস্তৃত করার পরামর্শ দেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সরদার আবুল কালাম বলেন, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে সম্পৃক্ত করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছোট খাটো সমস্যা সমাধান পূর্বক পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার ও গতিশীল করতে হবে। যে সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বাউন্ডারি ওয়াল নেই সে সকল ইউনিয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নির্মাণের বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা কর্মকর্তাগনকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে যোগাযোগের মাধ্যমে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহের জায়গা বেদখল যাতে না হয় সেই দিকে নজর রাখতে হবে। ভূমির আয়তন অনুসারে আমাদের দেশে যেখানে জনগণের সংখ্য দরকার ছিলো তিন থেকে চার কোটি সেখানে আজ জনসংখ্যার পরিমান চৌদ্দ পনের কোটি।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও শিল্প এলাকা। এখানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে গার্মেন্টস, বস্তি এবং অনগ্রসর এলাকার লোকজনকে পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় এনে প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।