সংবাদচর্চা রিপোর্ট:
গত ১৫ ডিসেম্বর আনুমানিক রাত ১০টার পর থেকে অনেকে খুঁজাখুঁজি করে না পেয়ে নিহত আরাফাত এর মা রিঞ্জু আক্তার বাদী হয়ে বন্দর থানায় সাধারন ডায়েরী করেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে বাড়ীর পাশের পুকুরে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের মুখ রক্তাক্ত এবং আঘাতের চিহ্ন রয়েছে।
লাউসর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী নিহত আরাফাত (১২) নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য মানোয়ার হোসেন মনা মিয়ার ছেলে।
এ বিষয়ে ধামগর ফাড়ী ইনচার্জ আজিজুল হক বলেন নিহতের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তোফাজ্জল হোসেন ছেলে রাব্বী (২৩) কে আটক করেছি এবং লাশ মর্গে প্রেরন করা হয়েছে।