আজ শনিবার, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে থেকে মাদক ব্যবসা

সংবাদচর্চা রিপোর্ট: উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টরে পলওয়েল কারনেশন মার্কেটের সামনে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জে বসবাসকারী তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ১। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সদর থানার পানির ট্যাংকি বাজনা পাড়া এলাকার মৃত কার্তিক চন্দ্র ঘোষ এর ছেলে তারেক চন্দ্র ঘোষ (২৯), ফতুল্লা থানার বোলাইল বকুলতলা এলাকার আনোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ আসলাম (৩২), সদর থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার কামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোঃ সবুজ (৩২)। শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এসময় ২৯৪ বোতল ফেন্সিডিল, নগদ ৬,৭৯০/- টাকা উদ্ধার করা হয় এবং ০১টি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার রাতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-১। গ্রেফতারকৃত মোঃ আসলাম (৩২) এর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং, মোঃ সবুজ (৩২) এর বাড়ি শরিয়তপুর । আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।