সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জে গেল ২৪ ঘন্টায় ২৪৪ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে নতুন করে আরও ৭জন আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭৭ জনে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫৬ জন।
সোমবার ৪ঠা ফেব্রুয়ারী সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।
সিভিল সার্জন সূত্র জানায়,নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৭জনের। ৫ জন সিটি কর্পোরেশন এলাকার ও সদরে ২ জন।
এদিকে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৫১ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৯৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৪১ ও মারা গেছেন ৬ জন।
আড়াইহাজারে আক্রান্ত ৬৮৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৩৯ ও মারা গেছেন ২৮ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন।
জেলায় এই পর্যন্ত মোট ৭০ হাজার ৯০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৫৪০ জন।