আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে অভিযান

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশনায় গত ৩১মার্চ নারায়ণগঞ্জের বিভিন্ন গণপরিবহন, হোটেল, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন পার্কে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিমূল ও নিয়ন্ত্রন) আইন, ২০১৮ এ মোট ১১ জন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।
এসময় গণপরিবহনে মোট আসনের অর্ধেক আসনে পরিবহন নিশ্চিত করা এবং কমিউনিটি সেন্টার, বিনোদন পার্কসহ সভা সমাবেশ বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও বিদ্যমান স্বাস্থ্যবিধি প্রতিপালন, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সোশ্যাল ডিস্টান্স মেইনটেইন ইত্যাদি বিষয়ে সচেতনতার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে ৬২ (বাষট্টি) জনকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং মোট ২৫ হাজার ১৫৫ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।