আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘নারায়ণগঞ্জের ৫টি আসনেই নৌকা দাবি’

নিজস্ব প্রতিবেদক:

বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী পরিবারের উদ্যোগে বন্দর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সংবধর্না অনুষ্ঠিত হয়েছে। ২০ মে শুক্রবার বিকেল ৪টায় বুরুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, ক্ষমতায় লাঙল না, ক্ষমতায় নৌকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে আমরা নৌকা দাবি করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। আমার নেত্রী শেখ হাসিনা বিশে^র সাথে চ্যালেঞ্জ করে আমাদের নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। সে সাথে নিয়ে সারা দেশে ৫৪০টি মসজিদ নির্মাণ করেছে। আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার।

ভিপি বাদল আরো বলেন, আমার নেত্রী শেখ হাসিনা তিনি আপনাদের মদনগঞ্জে প্রয়াত এমপি নাসিম ভাইয়ের নামে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ করেছে। নবীগঞ্জে কদমরসুল নামে আরো একটি ব্রীজ হচ্ছে। বাংলাদেশ এখন নৌকার উন্নয়নের জোয়ারে ভাসছে। আমি নব কমিটি নেতৃবৃন্দকে বলব আপনারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

বন্দর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য জুলহাস সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু, আজিজুল হক আজিজ, যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর হাসান মঞ্জু, কলাগাছিয়া ইউনিয়ন আওযামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য একেএম ইব্রাহিম কাশেম ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্বপাদক সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ।

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান সোহেলের সঞ্চালনায় সংবধর্ণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক কাজী আনিছ, উপজেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল হক শাহীন, ইশতিয়াক আহাম্মেদ, বুরুন্দী উত্তরপাড়া জামে মসজিদ ও তিনতারা জামে মসজিদ কমিটির সভাপতি হাজী আবু হানিফ প্রমুখ।