আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের দায়িত্বে আজম, চ্যালেঞ্জ দুই মেরু

নবকুমার:

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের কোনো নেতা পদ পায়নি। পদ না পাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে ব্যক্তি রাজনীতি ও দলীয় কোন্দল। গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন। নারায়ণগঞ্জসহ ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি ও  মির্জা আজম।  আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পুনগঠনে নারায়ণগঞ্জে নতুন মেরুকরণ শুরু হয়েছে। দায়িত্ব প্রাপ্ত নেতাদের সাথে দক্ষিণ মেরুর নেতাদের সু -সম্পর্ক রয়েছে। তবে উত্তর মেরুর নেতাদের সাথে দ্বন্দ্ব নেই। নতুন দায়িত্ব প্রাপ্তদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির মেয়াদ শেষ হয়েছে। কাউন্সিলের অপেক্ষায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ। এখন দেখার বিষয় জেলা ও মহানগর কমিটির নেতৃত্বে কারা আসছে। দিপু   আজমদের সুপারিশে কমিটি দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত ২০১৬ সালের ৯ অক্টোবর আব্দুল হাই কে সভাপতি ও ভিপি বাদল কে সাধারণ সম্পাদক নাসিক মেয়র আইভী কে সিনিয়র সহ সভাপতি করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয় । এর পরের বছর ২০১৭ সালের ২৬ নভেম্বর ৭৪ সদস্যের জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আনোয়ার হোসেন কে সভাপতি ও খোকন সাহা কে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

তাছাড়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে চরম কোন্দল রয়েছে।