আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের খোঁজ রাখছেন মন্ত্রী গাজী

নবকুমার:

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। হাসপাতালে থেকে তিনি নারায়ণগঞ্জের খোঁজ খবর রাখছেন। শনিবার (১৮ জানুয়ারি) গোলাম দস্তগীর গাজী রাজনৈতিক-প্রশাসনিক ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদের  সাথে স্কাইপে কথা বলেছেন। অসুস্থ থেকেও তিনি রূপগঞ্জবাসীকে ভুলে যাননি। সেখানে থেকে বার বার গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার শুভাকাঙ্খীদের স্মরণ করছে। তিনি এখন স্বাভাবিকভাবে হাটাচলা করতে পারছেন।

উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রী গত ১২ জানুয়ারি (রবিবার) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। এর আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । পরে শারীরিক অবস্থার সামান্য অবনতি হলে তাকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর নেয়া হয় । ১১ জানুয়ারি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জন্য দেশবাসীর কাছে চায় তার পরিবার। পরে রূপগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তার জন্য দোয়ার আয়োজন করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ