নিজস্ব প্রতিবেদকঃ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ গনতন্ত্রের মানস পুত্র বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়াদীর ৫৪ তম মৃত্যু বাষিকী নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বানী দিয়েছেন। গতকাল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ,সংস্কৃতিক সংগঠন সমূহ নানা কর্মসুচি গ্রহন করেছিলেন। কর্মসুচীর মধ্যে ছিলো মরহুমের কবর জিয়ারত,ফাতেহা পাঠ,আলোচনা সভা ইত্যাদি।
বাঙালি জাতীয়তাবাদ বিকাশে হোসেন শহীদ সোহরাওয়াদীর অবদান ভুলবার নয়।পাকিস্তানের বৈষম্যহীন নীতির বিরুদ্ধে তার অবস্থান ছিলো।
উল্লেখ্য যে হোসেন শহীদ সোহরাওয়াদী ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বরে পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় হোসেন শহীদ সোহরাওয়াদী মারা যান।