আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাতির পুরস্কার নিলেন মেয়র হাছিনা গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তারাব পৌরসভায় বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। এ সময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম,সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ ভুইয়াসহ অনেকে। এ সময় নাতি মেহতাব গাজীর পুরস্কার গ্রহণ করেন মেয়র হাসিনা গাজী। ছোট্ট শিশু মেহতাব গাজী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অসাধারণ ছবি একে চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগীতায় রূপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করেন মেয়র হাছিনা গাজী। সুত্রের খবর ৪ টি গ্রুপে পুরস্কার বিতরণ করা হয়।