আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জ বাংলাদেশের অর্থনীতির নিউক্লিয়াস- রাব্বি মিয়া

না’গঞ্জ বাংলাদেশের অর্থনীতির নিউক্লিয়াস- রাব্বি মিয়া

না’গঞ্জ বাংলাদেশের অর্থনীতির নিউক্লিয়াস- রাব্বি মিয়া

নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনীতির নিউক্লিয়াস। যানজট যদি না থাকতো তাহলে নারায়নগঞ্জ হতো অন্যতম একটি জেলা। যানজটের সমস্যা না থাকলে নারায়ণগঞ্জ হতো সর্বসেরা। আপনারা জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে দেখবেন, ৪১টি মেগা প্রজেক্টের কাজ চলছে সারা জেলায়।

আসলে যানজট সমস্যা কেবল নারায়ণগঞ্জ জেলার সমস্যা নয়। যানজট বাংলাদেশের একটি জাতীয় সমস্যা। অটো, ট্যাম্পু এসব জাতীয় সমস্যা। এ সমস্যা নিরসনে প্রতিষ্ঠানিক কোন এ্যাকশনে না গিয়ে আপনি, আমি, দলমত নির্বিশেষে সকলে একত্রে মিলে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের যানজটকে সহনীয় পর্যায়ে রেখে উন্নয়কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

রবিবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নাসিক আওতাধীন বঙ্গবন্ধু সড়কস্থ নিতাইগঞ্জ, মন্ডলপাড়া, চাষাঢ়াসহ তৎসংশ্লিষ্ট এলাকার যানজট নিরসনের লক্ষ্যে আয়েজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সীমিত পরিসরে ট্রাক, কাভার্ড ভ্যান শহরে ঢোকার অনুমতি নিয়ে সরকারি কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়িক নেতৃবৃন্দসহ সকলের সঙ্গে মুক্ত আলোচনা করা হয়।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, জেলা পুলিশ সুপার মঈনুল হক, বিপিএম, পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এফএম এহতেশামূল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জেলার বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, আপনারা নিজেরাই একদিন দাড়িয়ে দেখতে পারেন ট্রাফিক কন্ট্রোল করা কতোটা কষ্টকর। একটি গাড়িকে আটকে রেখে ডাম্পিং করার কোন জায়গা আমাদের থানা কিংবা কারাগারের পাশে নেই। আমি যদি ৫০টি গাড়ি আটক করি তাহলে আমি গাড়িগুলোকে আমি কোথায় রাখবো। আমার ময়লা রাখারই ঠিকমতো জায়গা নেই তাহলে আমি গাড়ি রাখবো কোথায়? আর

এজন্য মালিকদের, শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন। আমরা প্রশাসনিক এ্যাকশনে না গিয়ে সকল সমস্যা সমাধান করতে চাই।
নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী বলেন, আমাদের নারায়ণগঞ্জে ভিতরের যে যানজটের সমস্যা রয়েছে তা অচিরেই দূর হয়ে যাবে বলে আমি মনে করি। সকলের সম্পৃক্ততা থাকলে এ সমস্যা দূর করা কোন ব্যাপার না। আশা করি, আমাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।