নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বাদ আছর নারায়ণগঞ্জ ক্লাবের ২য় তলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোহসীন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া।
এসময় বক্তারা বলেন, রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। ধৈর্য্য, আত্মসংযম, তাকওয়া অবলম্বনের মাধ্যমে মুমিন বান্দাগণ এ মাসে নিজেকে পরিশুদ্ধ করে নেয়। আমাদে সবাইকে এ মাসে আল্লাহর নৈকট্য লাভে ইবাদত করতে। একে অপরের সাহায্যার্থে এগিয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২১ ও ৪১ বাস্তবায়ন করতে হবে। যাতে করে আমরা একটি সুন্দর ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বি একটি দেশ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন আদালতের জজ মোঃ জুয়েল রানা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান, সাবেক সভাপতি এড. আনিছুর রহমান দিপু, এড. সাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, এড. জাকির হোসেন, সাবেক সাংসদ এড. আবুল কালাম, এড. তৈমুর আলম খন্দকার, এড. রশিদ ভূইয়া, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, এড. সামসুল ইসলাম ভূইয়া, এড. এবি সিদ্দিক, এড. নূর জাহান বেগম, এড. মাহমুদা মালা, এড. মাসুদুর রহমান রউফ, এড. বারী ভূইয়া সহ অন্যান্য আইনজীবীগণ।