আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জে ৪৫ টাকার পেঁয়াজ কিনতে লম্বা লাইন

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। সেই পেঁয়াজ কিনতে পুরুষের পাশাপাশি ভিড় করছেন নারীরাও। তাদের মধ্যে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের সংখ্যাই বেশি ।

২ ডিসেম্বর (সোমবার) সকাল থেকেই নারায়ণগঞ্জ আদালত পাড়ার সামনে থেকে বিক্রি শুরু হয়।

এদিকে, পেঁয়াজ বিক্রির শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে ক্রেতাদের ভিড় লেগে যায়। বিভিন্ন এলাকা থেকে সাধারণ ক্রেতারা ছুটে আসেন পেঁয়াজ কিনতে। আদালত পাড়ায় উপস্থিত জনতাও যেনো হুমড়ি খেয়ে পড়েছেন পেঁয়াজ কিনতে।

হোটেল মালিক মনির ও এসেছেন ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ কিনতে। তিনি বলেন, ‘বাজারে প্রতিকেজি পেঁয়াজ ২০০-২২০ টাকায় কিনতে হচ্ছে। এখানে সরকারিভাবে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের খুব উপকার হচ্ছে। আমি ৪৫ টাকায় এক কেজি পেঁয়াজ কিনেছি’।

অল্প টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে শহরের গৃহিনী রাশিদা বেগম। তিনিও এক কেজি পেঁয়াজ কিনেছেন। বাজারে পেঁয়াজের দাম আগুনের মতো। এক কেজি পেঁয়াজ ২শ টাকা এটা ভাবা যায়? এখান থেকে ৪৫ টাকায় এক কেজি কিনেছি।

টিসিবির সংশ্লিষ্টরা জানান, ক্রেতারা ৪৫ টাকা কেজি দরে মাথাপিছু ২কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। সকাল থেকে বিকাল পর্যন্ত আগামী তিনদিন পেঁয়াজ বিক্রি হবে বলে জানান তারা।