আজ বৃহস্পতিবার, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জে নারীদের জন্য নেই শৌচাগার!

না’গঞ্জে নারীদের

না’গঞ্জে নারীদের

এ্যানি চন্দ্র:
নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল। প্রাচ্যের ডান্ডি। কারো কারো কাছে নিজের ভাগ্য পরিবর্তন্যের শহর। তাই কর্ম ও জীবিকার সন্ধানে দেশের আনাচে কানাচে থেকে প্রতিনিয়তই নারায়ণগঞ্জমুখি মানুষ।

নানা শ্রেনী পেশার মানুষের জীবনজীবিকার সন্ধানে নারায়ণগঞ্জ শহরে চলতে হয়। মানুষের জীবন নির্বাহের ক্ষেত্রে শৌচাগারের প্রয়োজনীয়তা অপরিসীম। শৌচাগার ব্যবহার ছাড়া মানুষের চলাচল প্রায় অসম্ভব। রাস্তা ঘাটে চলাচলের ক্ষেত্রে প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রয়োজন পরে শৌচাগারের। হঠাৎই প্রকৃতির ডাকে সাড়া দিতে পুরুষদের ক্ষেত্রে সমস্যা না হলেও নারীর ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। রাস্তায় চলাচলরত জনসাধারনের এসকল সমস্যার সমাধান করে শৌচাগার।

শুনতে অবাক লাগতে পারে বাংলাদেশের শীর্ষ ধনী জেলা নারায়ণগঞ্জে নেই নারীদের জন্য শৌচাগার। শহরে সাধারণ মানুষের ব্যবহারের জন্য শৌচাগার আছে মাত্র চারটি। আর এসব শৌচাগারগুলোর বেশিরভাগই নারীদের ব্যবহারের অনুপযোগী। দেশের শীর্ষ ধনী জেলায় নারীদের জন্য পৃথক কোনো শৌচাগার নেই। এতে করে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয় শহরে নানা প্রয়োজনে আসা নারীদের।

প্রতিদিন কয়েক হাজার নারী শহরে বিভিন্ন প্রয়োজনে আসেন। কিন্তু শৌচাগারের অভাবে তাঁদের বিড়ম্বনায় পড়তে হয়।
জানা গেছে, শহরের মন্ডলপাড়া পুলের উপর, দুই নং রেল গেইটের সাথে, এক নম্বর গেইটে উৎসব কাউন্টারের সাথে, চাষাড়া শহীদ মিনারের সাথে এই চারটি শৌচাগার রয়েছে। সবগুলো শৌচাগারই নারীদের ব্যবহারের জন্য উপযোগী নয়।
দেখা গেছে, এক নম্বর গেইটে উৎসব কাউন্টারের সাথে, শৌচাগার নোংরা ও দুর্গন্ধযুক্ত। নিয়মিত পরিষ্কারও করা হয় না। এই শৌচাগার ব্যবহারের অনুপযোগী। এছাড়া এই শৌচাগার উম্মুক্ত। নারীদের ব্যবহারযোগ্য নয়।
শহরের মন্ডলপাড়া পুলের উপর শৌচাগারটি মোটামোটি ভালো অবস্থা কিন্তু সেখানে লোকসমাগন কম বলে শৌচাগারটির ব্যবহার কম হয়।
দুই নং রেল গেইটের সাথে, শৌচাগারটির অবস্থা বাজে অবস্থা। নোংরা ও দূর্গন্ধযুক্ত সেখানে পুরুষরাই যায় নারীদের জন্য এটি উপযুক্ত না।
চাষাড়া শহীদ মিনারের সাথে, এই শৌচাগারটির অবস্থাও একদম বাজে। এখানেও কোন নারীরা যায় না। এটি ও নোংরা দূর্গন্ধযুক্ত।

নারী সংহতি আন্দোলন নারায়ণগঞ্জ শাখার নেত্রী পপি রানী সরকার বলেন, নারায়নগঞ্জে প্রতিদিন কয়েক হাজার নারী কর্মসংস্থানে বের হয় শৌচাগার না থাকায় তারা অনেক সমস্যায় পরছেন। এখানে মূল সমস্যা হচ্ছে নারায়নগঞ্জে কয়েকটাই শৌচাগার আছে কিন্তু নারীদের জন্য সেই শৌচারগারগুলো ব্যবহার করার উপযুক্ত না। এটার পরিবেশ এবং যেই অবস্থান সেই অবস্থান শহরে মূল কেন্দ্রে নাই। চাষাড়া শহীদ মিনারের পাশে একটা শৌচাগার আছে কিন্তু সেটার অবস্থা একদম বাজে অবস্থা।

যার ফলে নারী সংহতি থেকে পপি রানী সরকার দাবি করেন যে নারায়ণগঞ্জের মেয়র যেহেতু ড: সেলিনা হায়াত আইভি তাই উনার কাছে আমাদের আবেদন নারায়নগঞ্জে যাতে নারীদের জন্য শৌচাগারের ব্যবস্থা করে দেয়।

চাকুরিজীবি সুমাইয়া বলেন, অফিসের কাজে প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় যেতে হয়। কিন্তু শহরে যেই শৌচালয় আছে এগলো ব্যবহারের উপযুক্ত নয় এতই নোংরা যে ব্যবহারের অযোগ্য। পর্যাপ্ত ও পরিচ্ছন্ন শৌচাগার না থাকায় সমস্যায় পড়ছেন নারীরা। তিনি বলেন অধিকাংশ অফিসেও পরিচ্ছন্ন শৌচালয় নেই। বাধ্য হয়ে অনেকেই শপিংমল কিংবা হোটেলের শৌচাগার খোঁজেন।

স্পন্সরেড আর্টিকেলঃ