আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জে ডিবি ও এলাকাবাসী সংঘর্ষ ডিবি’র ২ মামলায় আসামি ৮০

না’গঞ্জে ডিবি ও এলাকাবাসী সংঘর্ষ

না’গঞ্জে ডিবি ও এলাকাবাসী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের বরফকল চৌরঙ্গী পার্কের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানকার এক দোকান মালিক ও তাদের লোকজনদের সঙ্গে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের ব্যাপক মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ডিবির আট কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।

ডিবির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল বাদী হয়ে দু’টি মামলা দায়ের করেন। যেখানে একটিতে সরকারি কাজে বাঁধা ও অপরটিতে ডিবি সদস্যদের উপর হামলার অভিযোগ তোলা হয়।
সোমবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দু’টি দায়ের করা হয়।

দু’টি মামলার একটিতে ৫০ ও অপরটিতে ৩০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া একটি মামলায় ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও মাইলাইফ নামে ফাস্টফুড দোকান মালিক জালাউদ্দিন, তার স্ত্রী রিনা বেগম, দুই ছেলে আলামিন ও রবিনের নাম উল্লেখ করা হয়। অপর মামলায় এ চারজনসহ সহযোগী সাইদুরের নাম উল্লেখ করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ আগস্ট) রাতে খানপুর বরফকল খেয়াঘাট সংলগ্ন চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের সামনে মাইলাইফ কেয়ার ফাস্টফুড নামে একটি দোকানে পরিবার-পরিজন নিয়ে খেতে যান এএসআই আমিনুল ও এএসআই বকুল। এ সময় মিল্কসেইক খাওয়ার পরে ওই মিল্কসেইকটি ভালো হয়নি দাবি করে বিল দিতে রাজি হয়নি দু’জন। তখন তাদের সঙ্গে ফাস্টফুডটির মালিক ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জালালের ছেলে আলামিন ও রবিন বাক-বিত-ায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় যুবলীগ নেতা জালাল ও তার স্ত্রী রিনা ইয়াসমিন ঘটনাস্থলে এলে ডিবির দুই এএসআই তাদের মারধর করেন। এতে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই দুই এএসআইকে বেধড়ক পিটুনি দেন। খবর পেয়ে ডিবির পরিদর্শক মাসুদ, উপ-পরিদর্শক (এসআই) মিজান ও এসআই সায়েম ঘটনাস্থলে এলে লাঠিসোটা দিয়ে তাদেরকেও বেধড়ক পিটুনি দেয় পরবর্তিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ডিবি’র লোকজনকে ও ধাওয়া করে ও পিটুনি দেয়। পরে অতিরিক্ত ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ১ শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে ডিবির এসআই মিজান, এসআই সায়েম, যুবলীগ নেতা জালাল, ছেলে আলামিন ও রবিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।