নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম শুভ জন্মদিন উপলক্ষ্যে ৫৩ পাউন্ড কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেছে জেলা ছাত্রদল। গতকাল সোমবার নগরীর মিশনপাড়াস্থ হোসিয়ারি সমিতি ভবনে কেক কাটেন জেলা ছাত্রদল। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আরোও উপস্থিত ছিলেন-জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রিয়াদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক ও ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক মোঃ জুয়েল আহমেদ, জেলা ছাত্রদল নেতা খায়রুল কবির মুন্না, জি এস শাহ আলম, রফিকুল ইসলাম, আঃ জব্বার, শৈবাল হোসেন, জাহিদুল ইসলাম, নাজমুল হাসান, মঈনুল হাসান রবিন প্রমুখ ।
পরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।