আজ বৃহস্পতিবার, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জে চারটি পত্রিকার বিরুদ্ধে মামলা করলেন শ্রমিক নেতা পলাশ

নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহাম্মদ পলাশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তর পত্রিকাসহ তিনটি পত্রিকা ও একটি অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে দৈনিক যুগান্তরের অনলাইন পত্রিকার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং ইত্তেফাক, যুগান্তর এবং নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ডান্ডিবার্তার বিরুদ্ধে ২৫কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে কাউসার আহাম্মদ পলাশ।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করা হয়।

মামলার বাদী শ্রমিক নেতা কাউসার আহাম্মদ পলাশ জানান, নারায়ণগঞ্জে কালো সাংবাদিকের একটি সিন্ডিকেট মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রিপোর্ট করেছে। রিপোর্টে তার কোন বক্তব্য নেয়নি। প্রতিবাদ দেয়া হলে তাও নেয়নি। বরং অমানবিক আচরণ করেছে। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেব জেনে একটি মহল ষড়যন্ত্র শুর করেছে বলে অভিযোগ এই শ্রমিক নেতার।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, যুগান্তর অনলাইন ও স্থানীয় দৈনিক ডান্ডিবার্তায় শ্রমিক লীগ নেতা কাউসার আহাম্মদ পলাশ চাঁদাবাজ সন্ত্রাসী গডফাদার শিরোনামে রিপোর্ট প্রকাশ হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ