আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নসিমনে খাদে পড়ে মালিক নিহত

নসিমনে খাদে

নসিমনে খাদে

 

নিজস্ব প্রতিবেদক:
উপজেলার বিনাইলচর এলাকায় পণ্যবোঝাই একটি নসিমন খাদে পড়ে নসিমনের মালিক নিহত হয়েছেন।
নিহতের নাম শাহ আলম (৪০)। সে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের শাহজাহানের ছেলে। তিনি নসিমন গাড়ির ব্যবসায়ী ছিলেন।
বুধবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ভুলতা সড়কের বিনাইলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পণ্যবোঝাই করে নসিমনযোগে উপজেলার কালিবাড়ি যাচ্ছিলেন শাহ আলম। এসময় বিনাইলচর এলাকায় পৌঁছালে নসিমনটি উল্টে যায়। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক জানান, নসিমন গাড়ির মালিক নিহত হয়েছেন। গাড়িটি চলতিপথে খাদে পড়ে এই দূর্ঘটনা ঘটে।