নবকুমার:
পাট শিল্পের হারানো গৌরব ফেরাতে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি দেশের বিভিন্ন জেলার পাট কলগুলো পরিদর্শন করছেন। মালিক এবং কর্মকর্তাদের দিচ্ছেন নানা পরামর্শ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিন ব্যাপী নরসিংদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সেন্টার ইনস্টিটিউট পরিদর্শন করেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ সেন্টারের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন। এসময় তিনি বলেন, পাট শিল্পকে এগিয়ে নিতে যুগের চাহিদা অনুযায়ী নতুন নতুন ফ্যাশন ডিজাইন তৈরী করতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নবাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনা কারিগরি শিক্ষা অগ্রাধিকার দিয়েছে। বেকার সমস্যা দূর হচ্ছে।
এছাড়া মন্ত্রী বিজেএমসির আওতাধীন নরসিংদী জেলার ইউনাইটেড মেঘনা চাদপুর জুট মিলস পরিদর্শন করেছেন।