আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে জেলা প্রশাসককে সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার বীর মুক্তিযোদ্ধাদের ভালোবাসা ও সংবর্ধনায়সিক্ত হয়েছেন নরসিংদীর জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। ৫ জানুয়ারি নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সফল মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া। নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক’র উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হোসেন শিশির, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ অনেকে ।

বীর গর্ভা মাতা গণের সংবর্ধনা, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনসহ মুক্তিযুদ্ধ বান্ধব জেলা প্রশাসক হিসেবে সৈয়দা ফারহানা কাউনাইন আলোচিত একটি নাম। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জেলা প্রশাসককে সংবর্ধিত করেন জেলার বীরমুক্তিযোদ্ধাগণ।  সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, আপনাদের সহযোগিতায় শ্রেষ্ঠ জেলা প্রশাসক হয়েছি, জনপ্রশাসন পুরস্কার পেয়েছি। বীরমুক্তিযোদ্ধারা আমার কাছে জাতির নয়, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আপনারা আজ আমাকে যে সম্মান দিয়েছেন তা কোনদিনও ভুলবার নয়। আপনারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়ে প্রথম ঋণী করেছিলেন। সেই ঋণ আমরা একখনো শোধ করতে পারিনি। আবার সংবর্ধনা দেয়ার মাধ্যমে আমাকে ঋণী করে ফেলেছেন। আর আমি এ ঋণ শোধ করতেও চাইনি। আপনাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই বাবাহীন পৃথিবীতে আপনারাই আমার বাবার প্রতিচ্ছবি। আপনাদের পরামর্শ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই। নরসিংদী হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া সোনার বাংলার রোল মডেল। তিনি আরো বলেন, সমাজের সামাজিক ব্যাধি মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দূর্নীতি প্রতিরোধে আপনাদের কাজ করতে হবে।  সৈয়দা ফারহানা কাউনাইনকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় ক্রেস্ট প্রদান করেন জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে আবদুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা পরিষদের পক্ষে আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট আলী হোসেন শিশির। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ড. এটিএম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  আশরাফুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামেরী হাসান সহ জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।