আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ইজিবাইক উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট: নরসিংদীতে চোরাইকৃত ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চোর চক্রের মোবাইল উদ্ধারসহ আটক-১ জন এবং ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ৮০০ লিটার মদ তৈরীর উপকরণ জাওয়া উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর পলাশ থানার দড়িহাওলাপাড়া এলাকার আলফাজ মিয়ার ছেলে মোস্তাক হোসেন (৪০) তার ব্যাটারিচালিত ইজিবাইকসহ ভাড়া নিয়ে পলাশ থানাধীন রাবান বাজারের কাছাকাছি গেলে বিকাল অনুমান ৪.৪৫ ঘটিকার সময় তাকে পেটে ছুরি ধরে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি ছিনতাই করার চেষ্টাকালে ড্রাইভার এর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারী তিনজনকে আটক করে গণধোলাই দেয়। পরবর্তীতে পলাশ থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশের এসআই/ইফতেকার হোসেন ও এসআই/আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আসামি ১। আতিকুল ইসলাম(২০) পিতা-আঃ ছালাম ২। মোঃ রবিন(২১) পিতা-মৃত মরম আলী ৩। সঞ্জয় কুমার দাস(২১) পিতা-মৃত হরিদাস সর্ব সাং-হাজীপুর(দাসপাড়া) থানা-নরসিংদী সদর জেলা-নরসিংদীদের হেফাজত হতে ব্যটারী চালিত ইজিবাইক উদ্ধার সহ আটক করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে থানায় নিয়ে আসে। পরে ইজিবাইক চালক বাদী হয়ে মামলা দায়ের করে। আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা ব্যাটারি চালিত ইজিবাইকটি ছিনতাই এর চেষ্টা করে মর্মে স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিরা পেশাদার ছিনতাইকারী। একই তারিখ রাতে অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় পলাশ থানাধীন ইছাখালী সাকিনস্থ তালতলী বাজার শিহাব ডিজিটাল স্টুডিও ও মোবাইল সার্ভিসর এর দোকান হতে ১টি Itell-s-11 Pro মোবাইল ফোন, মূল্য অনুমান ১০,০০০/- টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় তালতলী বাজারের লোকজন আসামী পলাশ থানার সাধচর এলাকার মোঃ উজ্জ্বল(৪০) আটক করে। পরে পুলিশকে সংবাদ দিলে আসামির হেফাজত হতে চোরাই মোবাইল উদ্ধার করে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামির বিরুদ্ধে শিবপুর ও পলাশ থানায় পাঁচটি মাদকের মামলা রয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ) পলাশ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই/মাহবুবুর রহমান হামিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে চরসিন্দুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাশ থানাধীন সুলতানপুর সাকিনস্থ মাওরাবাড়ী বস্তি এলাকা হতে ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও ৮০০ লিটার মদ তৈরীর উপকরন জাওয়া উদ্ধারসহ ৬জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ইন্দ্রজিত রবি দাস(৩০) ,শংকর রবি দাস(৪৫), সাধন রবি দাস(৫০), সন্তুষ রবি দাস(৪৫), সুমন রবি দাস(২০), জীবন মিয়া(৩০)। এরা সবাই সুলতানপুর পলাশ থানার লোক। আসামিদের বিরুদ্ধে পূর্বে পলাশ থানায় মাদকের মামলা রয়েছে। আসামিরা চোলাই মদ তৈরির কারিগর, দীর্ঘদিন তারা চোলাই মদ তৈরি ও বিক্রয় করে আসিতেছিল। গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।