আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নভেম্বরের মধ্যে সকল সংগঠনের সম্মেলন শেষ হবে: কাদের

আওয়াম লীগের কাউন্সিল প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সহযোগী যেসব সংগঠন এর মেয়াদ সাত আট বছর পেরিয়ে গেছে সেসব সংগঠনগুলোর সম্মেলন শেষ হবে। এসব সম্মেলনে নতুন নবীন-প্রবীণের সমন্বয়ে নেতৃত্ব গঠন করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একজন চেইঞ্জ মেকার। তিনি সবসময়ই সম্মেলনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করে থাকেন। আওয়ামী লীগের সম্মেলন নির্ধারিত সময় হবে সেই সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয় ঘটবে। সম্মেলনের মাধ্যমে অনেক নতুন মুখের জায়গা হবে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় পুরাতন মেঘনা সেতুর  সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, শুদ্ধি অভিযানে তালিকাতে যারা রয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ছাত্রলীগ হওয়ার পরও আবরার হত্যাকারীদের ছাড় দেননি প্রধানমন্ত্রী। তেমনি অন্যায়কারী যারাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

 

সর্বশেষ সংবাদ