আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীজিকে অবমাননার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ,যুব হিযবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে সকল শ্রেণী পেশার সহস্রাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার(০২ নভেম্বর) বিকাল ৩টায়  সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি  আলহাজ্ব মো: বদরুদ্দীন মুন্সী এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্স এর ইমাম ও খতিব মাওলানা মো: রফিকুল্লাহ্। এসময় বক্তব্য দেন মাওলানা মো: নূরে আলম সিদ্দিকী, মাওলানা মো: আহমাদউল্লাহ্, মাওলানা মো: আল-মামুন, মাওলানা মো: মারুফ বিল্লাহ্, মাওলানা মো: ফরিদ উদ্দিন, মাওলানা মো: ফরিদ উদ্দিন আল-কাদরী, মাওলানা মো: সোলায়মান, মাওলানা মো: আব্বাস আলী, মাওলানা মো: লোকমান হোসেন, মাওলানা মো: আ:রাজ্জাক, মাওলানা ডা.কাজী হেলাল উদ্দিন, মাওলানা মো: রফিকুল ইসলাম, মাওলানা মো: খলিলুর রহমান, মাওলানা মো: হাবিবুল্লাহ্ প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসুল (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজ এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করায় বিশ্বের দুইশত কোটি মুসলমান ব্যথিত হয়েছে। ফ্রান্সের এহেন ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করতে হবে। ইসলাম ও মহানবী (সা.) এর অবমাননা কোনভাবেই বিশ্ব মুসলিম বরদাশত করবে না। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। জাতীয় সংসদে মহানবীর (সা.) অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ব্যঙ্গচিত্র প্রর্শনের প্রতিবাদে বাংলাদেশ সরকার নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা জানাতে হবে। ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ সম্পর্ক ছিন্ন করার দাবীতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, ফ্রান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সাঃ)কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন জমিইয়তে হিযবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানা শাখার তালিম সম্পাদক ও নূরে মদিনা মোহেব্বীয়া বাদশা মেম্বার দ্বীনিয়া মাদরাসার মুদির আলহাজ্ব মুফতি মো: মাহবুবুর রহমান।