আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীগঞ্জ বাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। গ্রেফতারকৃত আসামিরা হলেন, নারায়ণগঞ্জের মোঃ মাসুম (২৭), মোঃ রুবেল (৩০), মোঃ ইমন (২২)।

গত ১২ জুন রাত পৌনে ৯ টায় তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ইয়াবা ১১৪ পিস, মাদক বিক্রির কাজে ব্যবহƒত মোবাইল ৩ টি এবং মাদক বিক্রির নগদ ৪,০৭০/- টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানান , গ্রেপ্তারকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীগণ নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের এক মাত্র পেশা। পরস্পর যোগসাজশে তারা মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।