আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাগত ডিসির সঙ্গে কাজ করবেন কি আইভী ?

সংবাদচর্চা রিপোর্ট
সবেমাত্র নারায়ণগঞ্জের প্রশাসনে জেলা প্রশাসক হিসাবে যুক্ত হয়েছেন মো. জসিম উদ্দিন। যিনি নারায়ণগঞ্জে যুক্ত হয়েই সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন আমি সকলকে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করতে চাই। আর তার এমন আহবান পূর্বেও তুলনায় নিজের অবস্থান থেকে সরে এসে জেলা প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী কাজ করবেন কিনা এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের মনে।
এ দিন সাংবাদিকদেও সঙ্গে মত-বিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের উন্নয়ণে সকলকে নিয়ে কাজ করতে চাই। আমি এটা মনে করি আমি যদি দুই হাত অগ্রসর হই নারায়ণগঞ্জের মানুষ এক হাত অগ্রসর হবে। তাহলে আমাদেও সকলের প্রচেষ্টায় তিন হাত অগ্রসর হওয়া হবে। নবাগত জেলা প্রশাসকের এহেন বক্তব্যে নারায়ণগঞ্জের সংবাদকর্মীদের মাঝে কিছুটা উল্লাস কাজ করে। সূত্র বলছে, বিগত দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে জেলা প্রশাসনের যেই দূরত্ব ছিলো তার কারনেই দৃশ্যমান অনেক উন্নয়ণ থেকে বঞ্চিত সাধারণ মানুষ। সমন্বয়হীনতার অভাব ছিলো সিটি মেয়র সেলিনা হায়াত আইভী এবং জেলা প্রশাসকের সঙ্গে।

বিগত দিনে, পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছিলো তৎকালিন জেলা প্রশাসক মো. রাব্বী মিয়ার বিরুদ্ধে। ক্ষমতাসীন আওয়ামী লীগেরই এশটি মহল তার বিরুদ্ধে ওসমান পরিবারের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তার বদলী চেয়েছিলেন। বিশেষ কওে দ্বিতীয় সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার অনুসারিরা রাব্বী মিয়ার বিরুদ্ধে পক্ষপাতিত্বেও অভিযোগ তুলে তার বদলী চেয়েছিলেন।

কিন্তু নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিনের সঙ্গে সমন্বয় করেই যদি সিটি কর্পোরেশন কাজ করেন তাহলেই নারায়ণগঞ্জের উন্নয়ন সফল হবে। বিগত দিনে আইনশৃঙ্খলা কমিটির সভায় দু-একজন সংসদ সদস্য উপস্থিত থাকলেও কোন সভাতে সিটি মেয়র সেলিনা হায়াত আইভীকে উপস্থিত হতে দেখা যায়নি। শুধু নামে মাত্র সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে পাঠানো হতো। কিন্তু আগামীদিনে এমন সভায় সিটি মেয়র উপস্থিত হবেন বলেই আশাবাদি সকলে।

জানা যায়, জসিম উদ্দিন নারায়ণগঞ্জে যোগদানের পূর্বে পাবনা জেলায় জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন । ২০১৭ সালের ২৪ ডিসেম্বর পাবনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. জসিম উদ্দিন। সেখানে নিয়োগ পেয়ে তিনি পাবনা জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ কাব ও স্কাউট নিশ্চিত করেছেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কর্নার স্থাপন করায় উদ্বুদ্ধ ও বাস্তবায়ন করেছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৮ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হন মো. জসিম উদ্দিন। এয়াড়াও তার সময়ে ওই বিভাগের আরও ৪টি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন কওে পাবনা জেলা।

নারায়ণগঞ্জ জেলার মতো এশটি গুরুত্বপূর্ণ স্থানে মো. জসিম উদ্দিনকে নিয়োগ দেওয়াতে অনেক আশাবাদী নতুন এই ডিসিকে নিয়ে সাধারণ মানুষ।

তবে এখন দেখার বিষয় আইভী এবং শামীম ওসমান ডিসির সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন কি না।