আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন সানি লিওনের সন্ধান!

 

সংবাদচর্চা রিপোর্ট:

পর্নস্টার হিসেবেই পরিচিতি সানি লিওন। তবে সেটা এখন অতীত। নীল ছবির নায়িকা এখন রুপালি পর্দার নায়িকাও। ইতোমধ্যে বলিউডে নিজের একটাও অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। ভাবছেন, তাহলে জুনিয়র সানি লিওন আবার কে?

ভারতীয় গণমাধ্যম বলছে, সানি লিওনের ঘটনাবহুল জীবন নিয়ে তৈরি হচ্ছে একটি ওয়েব সিরিজ। ‘করণজিৎ কউর- দ্যা আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ নামের ওই ওয়েব সিরিজটি প্রচারিত হবে আগামী বছর।

ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় শুটিং শুরু করেছেন সানি। সেখানেই সাবেক এই পর্নস্টারের ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করছেন তাকেই সোশ্যাল মিডিয়ায় মিনি সানি লিওন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন সানি।