আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন গানে আসিফ-আঁখি

নতুন গানে আসিফ-আঁখি

নতুন গানে আসিফ-আঁখি

বিনোদনচর্চা:

সারা বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর এ জুটি  কয়েকটি গান শ্রোতাদের উপহার দিয়েছেন। সর্বশেষ এ জুটির ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামে গানটির ভিডিও প্রকাশের পর শ্রোতাপ্রিয়তা লাভ করে।

আবারও একসঙ্গে নতুন গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সেটির মিউজিক ভিডিওতে মডেল হলেন আসিফ-আঁখি। তাদের এই নতুন গানের শিরোনাম ‘ওরে পাখি’।

সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গেল সপ্তাহে রাজধানীর তেজগাঁও কোক স্টুডিওতে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন আসিফ ও আঁখি। গানটির ভিডিও পরিচালনা করছেন চন্দন রয় চৌধুরী।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ওরে পাখি’ গানটি রোমান্টিক ধাঁচের। সুহৃদ সুফিয়ানের কথায় এর সুর-সংগীতায়োজন করেছে জুয়েল মোর্শেদ। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

আঁখি আলমগীর বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে আমার বেশক’টি গান শ্রোতারা পছন্দ করেছেন। সর্বশেষ ‘টিপ টিপ বৃষ্টি’ গানটিও দর্শক-শ্রোতাদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আশা করছি ‘ওরে পাখি’ গানটিও সবাই পছন্দ করবেন।

জানা গেছে, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ওরে পাখি’ গানটির মিউজিক ভিডিওটি আরটিভি মিউজিকের ব্যানারে প্রকাশ হবে।