নারায়ণগঞ্জে নব নিয়োগকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ২ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সদরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের অডিটরিয়ামে প্রথম দিনের অনুষ্ঠান হয়। এতে জেলা শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। নতুন শিক্ষকদের লাল গোলাপ ফুল দিয়ে বরণ করেন নেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এসময় তিনি দেশ ও জাতি গড়ার মহান কারিগর শিক্ষকদের তাদের দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওরিয়েন্টেশন কর্মশালার শেষ দিন।