আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধামগড় ইউনিয়নের ৪টি ওয়ার্ডে আ.লীগের কমিটি গঠন

বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪টি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।  ১৯ অক্টোবর শনিবার বিকেলে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে ধামগড় ইউনিয়নের ১,২,৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয় । ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে সামসুদ্দোহা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে আলী হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আমির হোসেন দেওয়ান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেক মেম্বার জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে রাসেল আহম্মেদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাজী আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক হিসেবে রহমাতুল্লাহ’কে মনোনীত করা হয়েছে এবং উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ উপস্থিত থাকার কথা ছিলো। এসময় উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলমাস ভূঁইয়া, সদস্য এডভোকেট ইসাহাক মিয়া, নাসিক ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সিরাজুল ইসলাম, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহজামান, সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, শ্রম বিষয়ক সম্পাদক সোনা মিয়া, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন ও আব্দুল আউয়াল বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, বন্দর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন মাস্টার, ৪নং ওয়ার্ড মেম্বার হাজী নবীর হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, ৭নং ওয়ার্ড মেম্বার হাফেজ আইয়ুব, সাবেক মেম্বার খাইরু উদ্দিন, সাবেক মেম্বার শাহালম, আওয়ামী লীগ নেতা লায়ন সাইফুল ইসলাম, মুসলিম মিয়া, গোলজার হোসেন প্রধান, এবায়েদ উল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাতাব উদ্দিন, হাজী আনোয়ার হোসেন, আজগড় আলী প্রধান, হাজী নূর আলম, সালাউদ্দিন, সাদেক ভূঁইয়া, বিল্লাল সরদার, আমিনুল ইসলাম, আলী নূর মাস্টার, শেখ সেলিম, সবির আহম্মেদ, বিল্লাল হোসেন, মোশাররফ মোল্লা, নজরুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম বাদশা, আল আমিন খন্দকার, জাবেদুর রহমান সুমন ও আনিসুর রহমান, ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশি ফয়সাল আহম্মেদ হৃদয়, ছাত্রলীগ নেতা শামীম ওসমান হৃদয় সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ