আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধানের শীষের ভোট ডাকাতি,আহত ৪

ধানের শীষের ভোট

নবকুমার : নারায়ণগঞ্জ ৩ আসনে কেন্দ্র দখল করে ধানের শীষে জাল ভোট প্রদানে বাধা দেয়ায় মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকার ৪ কর্মীকে পিটিয়ে আহত করেছে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা । 

রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন, আমির হোসেন ও খোকন। 

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, রবিবার সকাল ৯টার দিকে স্থানীয় শিবির নেতা যুবায়ের হোসেনের নেতৃত্বে জাওয়াদ হোসেন, শহিদুল্লাহ, মাসুদ, নজরুল, জাকারিয়া সহ জামাত-বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী জাল ভোট প্রদানের উদ্দেশ্যে লাঠিসোঠা নিয়ে সাদিপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের উদ্দেশ্যে আসে। 

এসময় মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকার লাঙলের কর্মীরা তাদের বাধা দিলে তারা লাঙলের কর্মীদের উপর হামলা চালায়। এতে ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন, আমির হোসেন ও খোকন আহত হন। 

এদিকে হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) খোরশেদ আলম ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।