আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধলেশ্বরী চরে ডাকাতি ,৩ ডাকাত রিমান্ডে

বন্দর উপজেলার ধলেশ্বরীচরে ৭/৮ বাড়িতে ডাকাতির ঘটনায় রেজাউল (২৫), ইন্তাজ বেপারী (৩৮) ও আবুল বাশার (২০) নামের তিন ডাকাতের ১দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুনাহার ইয়াসমিনের আদালত এ রিমান্ডের আদেশ দেয়। রিমান্ড প্রাপ্ত আসামি মোয়াজ্জেম বেপারীর ছেলে রেজাউল, মতিন বেপারীর ছেলে ইন্তাজ বেপারী , গিয়া উদ্দিনের ছেলে আবুল বাশার। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জের মতলব উত্তর থানার কালিরচর বেপারী পাড়া।

এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, আসামীকে উপস্থিত করে ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১দিনের রিমান্ড আবেদন করেন।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি বন্দর উপজেলার ধলেশ্বরীচরে বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণ লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা (০৭) হয়েছে।গ্রেপ্তারকৃত আসামীরা ডাকাত দলের সক্রিয় সদস্য।

সর্বশেষ সংবাদ