এক নারীকে দু’দিন আটকে রেখে ধর্ষণের মামলায় মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দু’জন হলেন-সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম।
মঙ্গলবার সকালে সাটুরিয়া থানার ওসি আমিনুর ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বর্তমানে তারা পুলিশ হেফাজতে সাটুরিয়া থানায় আছে। দুপুরের দিকে তাদের আদালতে তোলা হতে পারে।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলামের বিরুদ্ধে দু’দিন আটকে রেখে ধর্ষণ ও মাদক সেবন করানোর অভিযোগ করেছিলেন সাভারের এক নারী।
রোববার জেলা পুলিশ সুপার অভিযোগটি পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দীকীকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। তদন্তে প্রাথমিক সত্যতা পায় তদন্ত কমিটির সদস্যরা। ওই ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর তাদের গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী নারী জানান, রোববার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর সোমবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের তদন্ত কমিটি। পরে সোমবার সন্ধ্যায় তিনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।