মোঃতুহিন রূপগঞ্জ প্রতিনিধি : ধর্ম যার যার উৎসব সবার, কেউ বাধা দিলে পার পাবেননা বলে মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। এসময় তিনি আরো বলেন, কোন প্রকার হানাহানি রূপগঞ্জবাসী মেনে নিবেননা। আমরা সহায়ক হিসেবে কাজ করে যাব। আমাদের লক্ষ উদ্দেশ্য রূপগঞ্জবাসীকে ভাল রাখব। পূজাঁ উদযাপন কমিটি ও মন্ডবের নেতাদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৪৪টি পুজাঁ মন্ডবের নেতাদের নিয়ে আলোচনা সভা ও কাপড়সহ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রূপসী গাজী ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর ৪৪টি মন্ডবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালন করবেন। সূত্র জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব র্নিবিঘ্নে পালনের লক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) কয়েক দফা আলোচনা করে নিরাপত্তা জোড়ধার করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক শ্রীমতী শীলা রানী পাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন,নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নারী নেতৃত্ব জাগরণের অগ্রদূত তারাব পৌরসভা মেয়র হাছিনা গাজী । এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ আওয়ামী মহিলালীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনারা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ ফিরুজ ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গণেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পরিমল দাস, দপ্তর সম্পাদক সুমন্ত্র চন্দ্র দাস। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ রূপগঞ্জ এর সভাপতি রমাকান্ত দাস প্রমুখ।

